ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্র্যাথওয়েট-সিলভার দারুণ ইনিংসে ড্র বার্বাডোস টেস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
ব্র্যাথওয়েট-সিলভার দারুণ ইনিংসে ড্র বার্বাডোস টেস্ট

তিন ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতেও ড্র করলো ওয়েস্ট ইন্ডিজ-ইংল্যান্ড। পঞ্চম দিনে খেলতে নেমে থিতু হয়ে থাকা ক্যারিবিয় ব্যাটার ক্রেইগ ব্র্যাথওয়েটের কাছে শেষপর্যন্ত হার মানতে হলো ইংল্যান্ডের বোলারদের।

প্রথম ম্যাচটির ফলাফলও ড্র হয়।

পঞ্চম দিনে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ড। প্রথম ইনিংসে ৫০৭ রানের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ১৮৫ রান সংগ্রহ করে ইনিংস ঘোষণা করে দলটি। প্রথম ইনিংসের মতো দ্বিতীয়টিতে ব্যাটাররা জ্বলে উঠতে পারেননি। দলের হয়ে সর্বোচ্চ ৪১ রান এসেছে ড্যান লরেন্সের ব্যাট থেকে। ওপেনার জ্যাক ক্রাওলি করেন ৪০ রান। এছাড়া বেয়ারস্টো ২৯ ও বেন স্টোকস ১৯ রান সংগ্রহ করেন।

এদিন ২৮২ রানের লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে প্রথমেই উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। জন ক্যাম্পবেল ১০, শামারহ ব্রুকস ৪, এনক্রুমাহ বোনার ৩, জার্মেইন ব্ল্যাকউড ২৭ ও জেসন হোল্ডার ০ রানে বিদায় নেন। ব্যাটারদের এই আসা-যাওয়ার মধ্যে দলের হাল ধরেন প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান ব্র্যাথওয়েট। শেষদিকে এসে উইকেটরক্ষক ব্যাটার জসুয়া ডা সিলভা তাকে সঙ্গ দেন।

ব্র্যাথওয়েট-সিলভার ১২৩ বলে ৪২ রানের জুটিতে ভর করে ম্যাচটি ড্র করে ক্যারিবিয়রা। ১৮৪ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন ব্র্যাথওয়েট। অপরপ্রান্তে থাকা সিলভা ৬৩ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। ইংলিশদের হয়ে এদিন ৩ উইকেট শিকার করেন জ্যাক লিচ। জোড়া উইকেট নেন সাকিব মাহমুদ।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২২
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।