ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্টে অনিশ্চিত নাঈম হাসান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, মে ২০, ২০২২
দ্বিতীয় টেস্টে অনিশ্চিত নাঈম হাসান

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে আবারও দুঃসংবাদ পেল বাংলাদেশ। ইনজুরির কারণে দ্বিতীয় নাঈম হাসানের খেলা নিয়ে শঙ্কা রয়েছে।

ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’ এক রিপোর্টে এমনটাই জানিয়েছে। শরিফুলের ইনজুরির পর নাঈম হাসানের ইনজুরি বাংলাদেশের জন্য বড় ধাক্কাই।
হাতের আঙ্গুলে চোট পেয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে অনিশ্চিত এই অফস্পিনার । ডান হাতের আঙ্গুলে চোট পেয়েছেন নাঈম।

তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফিজিও মানজুর হোসেন চৌধুরি। তিনি বলেন, নাঈমের ডান হাতের মাঝের আঙ্গুলে চিড় ধরা পড়েছে। পুরেপুরি সেরে উঠতে তিন সপ্তাহের মত সময় লাগতে পারে। ’ এছাড়াও আজ আবারও নাঈমের আঙ্গুলের চোট পরীক্ষা করার কথা জানিয়েছেন মানজুর। তিনি বলেন, আজ শুক্রবার (২০ মে) আবারও আমরা নাঈমের আঙ্গুলের চোট পরীক্ষা করবো। এরপরই তার দ্বিতীয় টেস্টে খেলা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। ’

আগামী সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ২০ মে ২০২২
এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।