ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিব অধিনায়ক, সহঅধিনায়ক লিটন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুন ২, ২০২২
সাকিব অধিনায়ক, সহঅধিনায়ক লিটন

বাংলাদেশ দলের নতুন টেস্ট অধিনায়ক হিসেবে সাকিব আল হাসানের নাম ঘোষণা করেছে ক্রিকেট বোর্ড। তার সঙ্গে লিটন দাসকে করা হয়েছে সহ অধিনায়ক।

 বৃহস্পতিবার বোর্ড সভার পর এই সিদ্ধান্তের কথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

এর আগে টেস্ট দলের নেতৃত্ব ছাড়েন মুমিনুল হক।  গত ৩১ মে নাজমুল হাসানের সঙ্গে বৈঠকের পর টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।  

এরপর টেস্টে মুমিনুলের স্থানে কাকে বসানো যায় বা আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে মুমিনুলের কাঁধেই দায়িত্ব রাখা যায় কি না সেই সিদ্ধান্ত হয় আজকের (২জুন) বোর্ড মিটিংয়ে। যেখানে নতুন অধিনায়ক করা হয়েছে সাকিবকে।

মাশরাফি বিন মুর্তজা চোট পাওয়ায় ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে অধিনায়কত্ব পান সাকিব। ১৩ মাস দলের নেতৃত্বে ছিলেন তিনি। এ সময় তার নেতৃত্বে ৯ টেস্টে এক জয় (২০০৯ সালে সেন্ট জর্জেস টেস্ট) আসে। ২০১১ সালে হারারেতে জিম্বাবুয়ের কাছে ১৩০ রানে হেরে অধিনায়কত্ব হারান সাকিব।  

২০১৭ সালে দক্ষিণ আফ্রিকা সফরের পর মুশফিকুর রহিম নেতৃত্ব হারালে আবার অধিনায়ক হন সাকিব। অধিনায়কত্বের এ পর্বে ৫ টেস্টে সাকিবের ঝুলিতে ২ জয়। দুটিই ঘরের মাঠে ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, জুন ০২, ২০২২
এমএইচবি/এআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।