ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

২০২৭ পর্যন্ত কাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
২০২৭ পর্যন্ত কাদের বিপক্ষে খেলবে বাংলাদেশ, জানাল আইসিসি

২০২৩-২৭ সাল অবধি বাংলাদেশের ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) প্রকাশ করেছে আইসিসি। এই সময়ে বাকি সব পূর্ণ সদস্য দেশগুলোর সঙ্গে সিরিজ খেলবে টাইগাররা।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। যদিও তারিখ ও সময় চূড়ান্ত করবে বিসিবি ও সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড।

প্রকাশিত সূচিতে ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে ও ৫৭ টি-টোয়েন্টি খেলবে টাইগাররা। ২০২৩ থেকে ২০২৭ পর্যন্ত বাংলাদেশ দলই সবচেয়ে বেশি ওয়ানডে খেলবে। এই চার বছরে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে একটি করে টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। বাংলাদেশের চেয়ে বেশি ১৪৬ ম্যাচ খেলবে শুধু ওয়েস্ট ইন্ডিজ।

আসন্ন এফটিপি অনুযায়ী বাংলাদেশের খেলা

মে, ২০২৩- আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৪ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

মে, ২০২৩- আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৪ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

জুন-জুলাই, ২০২৩- আইসিসি ক্রিকেট বিশ্বকাপ (ভারত)

জুন, ২০২৩- আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (হোম)

সেপ্টেম্বর, ২০২৩- এশিয়া কাপ

সেপ্টেম্বর, ২০২৩- নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে (হোম)

নভেম্বর, ডিসেম্বর, ২০২৩- নিউজিল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম)

ডিসেম্বর, ২০২৩- নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

ফেব্রুয়ারি-মার্চ, ২০২৪- শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)

এপ্রিল, ২০২৪- জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৫ টি-টোয়েন্টি (হোম)

জুন, ২০২৪- টি-টোয়েন্টি বিশ্বকাপ (ওয়েস্ট ইন্ডিজ, যুক্তরাষ্ট্র)

জুলাই, ২০২৪- আফগানিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

আগস্ট-সেপ্টেম্বর, ২০২৪- পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট (অ্যাওয়ে)

সেপ্টেম্বর-অক্টোবর, ২০২৪- ভারতের বিপক্ষে ২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

অক্টোবর-নভেম্বর, ২০২৪- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট (হোম)

নভেম্বর-ডিসেম্বর, ২০২৪- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

ফেব্রুয়ারি-মার্চ, ২০২৫- চ্যাম্পিয়ন্স ট্রফি (পাকিস্তান)

মার্চ-এপ্রিল, ২০২৫- জিম্বাবুয়ের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি ( হোম)

মে, ২০২৫- পাকিস্তানের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

জুন-জুলাই, ২০২৫- শ্রীলঙ্কার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

আগস্ট, ২০২৫- ভারতের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)

সেপ্টেম্বর, ২০২৫- এশিয়া কাপ

অক্টোবর, ২০২৫- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)

নভেম্বর, ডিসেম্বর, ২০২৫- আয়ারল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি

মার্চ-এপ্রিল, ২০২৬- পাকিস্তানের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি (হোম)

এপ্রিল, ২০২৬- নিউজিল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)

জুন, ২০২৬- অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (হোম)

জুলাই-আগস্ট, ২০২৬- জিম্বাবুয়ের বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে (অ্যাওয়ে)

আগস্ট, ২০২৬- আয়ারল্যান্ডের বিপক্ষে ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি (অ্যাওয়ে)

অক্টোবর-নভেম্বর, ২০২৬- ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ টেস্ট (হোম)

নভেম্বর-ডিসেম্বর, ২০২৬- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২ টেস্ট, ৩ ওয়ানডে (অ্যাওয়ে)

ফেব্রুয়ারি, ২০২৭- ইংল্যান্ডের বিপক্ষে ২ টেস্ট (হোম)

মার্চ, ২০২৭- অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ টেস্ট (অ্যাওয়ে)।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।