ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

এক বছর সময় চেয়েছেন সিডন্স

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এক বছর সময় চেয়েছেন সিডন্স

হেড কোচ ছিলেন একটা সময়। জেমি সিডন্স নতুন দায়িত্বে বাংলাদেশে এসেছেন ব্যাটিং কোচ হিসেবে।

শুরুতে অবশ্য বলা হয়েছিল, ডেভেলপম্যান্টের কাজেই দেখা যাবে তাকে। তবে পরে তাকে জাতীয় দলের সঙ্গেই রাখার সিদ্ধান্ত নেয় বিসিবি।

এখন অবশ্য পাইপলাইন মজবুতে জেমিকে কাজে লাগাতে চাইছে বিসিবি। এমনকি এজন্য এশিয়া কাপে দলের সঙ্গে না-ও যেতে পারেন তিনি। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, প্রতিটি পজিশনের জন্য ব্যাক-আপ ব্যাটার দিতে এক বছর সময় চেয়েছেন জেমি।

শুক্রবার পাপন বলেছেন, ‘জেমি সিডন্সকে কিন্তু আমরা শুধু দলের সঙ্গে থাকার জন্য আর ট্রাভেল করার জন্য নির্বাচন করিনি। ওকে আমরা বেসিক্যালি করেছিলাম আমাদের পাইপ লাইন মজবুত করার জন্য। যখনই আমাদের কোনো খেলোয়াড় দরকার হবে, যেকোনো পজিশনে আমরা যেন পাই। ডেভেলপমেন্টে কাজ করবে, ওর ইচ্ছেও এটা। কিন্তু দুর্ভাগ্যবশত দলের সঙ্গে ট্রাভেল করছে, আর কিছু হচ্ছে না। যে সময় পাচ্ছে, এত কম সময়ে উন্নতিও সম্ভব না। ও ডেভেলপমেন্টে কাজ করতে পারছে না। ’

‘কিন্তু ও ইচ্ছুক, কালকে কথা হয়েছে, আগেও আমার বাসায় হয়েছে। ও বেসিক্যালি আমাদের ডেভেলপমেন্টে কাজ করে। নতুন ১০-১৫টা ছেলে তার কাছে যদি দিয়ে দেই আলাদা জায়গা থেকে, এইচপি, টাইগার্স বা এ টিম থেকে। এদের নিয়ে কাজ করে পটেনশিয়াল রেডি করে দেবে, সে বলছে এক বছর সময় চাচ্ছে। এক বছর হলে সে আমাদের প্রতিটা পজিশনে ব্যাটার দিতে পারবে। ’

এশিয়া কাপে জেমির থাকা নিয়ে পাপন বলেছেন, ‘সমস্যা হচ্ছে, ও অলরেডি কাজ শুরু করেছে। এখানেই থেকে যাওয়ার কথা। বিশ্বকাপে অবশ্যই যাবে, এশিয়া কাপে পাঠাবো কি না এই সিদ্ধান্ত হয়নি। এখন এশিয়া কাপে যদি না পাঠাই, দল আবার ব্যাটিং কোচ ছাড়া যাচ্ছে। এটাও একটা ব্যাপার। গেলে আবার ডেভেলপমেন্টের কাজটা হবে না। তো অনেক ইস্যু আছে যেগুলো আলাপ-আলোচনা করছি। ’

বাংলাদেশ সময়: ২১১১ ঘণ্টা, আগস্ট ১৯, ২০২২
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।