ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

শিক্ষার্থীর চিৎকার শুনে ছিনতাইকারী ধরলো পুলিশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১১ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
শিক্ষার্থীর চিৎকার শুনে ছিনতাইকারী ধরলো পুলিশ ছিনতাইকারী

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানাধীন ফলমন্ডি এলাকায় চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান এর দুই শিক্ষার্থীর কাছ থেকে মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় এক ছিনতাইকারীকে আটক করেছে ট্রাফিক পুলিশ।  

আটক শরীফ (২০) ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানার বনগঞ্জ এলাকার মো.বাহারের ছেলে।

শনিবার (৩১ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। দায়িত্বরত ট্রাফিক পুলিশ সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী ছিনতাইকারীকে আটক করেন।

তিনি নগর ট্রাফিক পুলিশের দক্ষিণ বিভাগে কর্মরত।  

সার্জেন্ট সাইফুল ইসলাম পাটোয়ারী বাংলানিউজকে বলেন, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যানের দুই শিক্ষার্থী সকালে হাঁটতে বেরিয়েছিলেন। ফলমন্ডি এলাকায় তাদের গতিরোধ করে মোবাইল ছিনতাই করার সময় তারা চিৎকার দেন। তৎক্ষণাৎ চিৎকার শুনে এগিয়ে যাই। ছিনতাইকারী পালিয়ে যাওয়া সময় কিছু দূর ধাওয়া করে তাকে আটক করা হয়। ছিনিয়ে নেওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পরে ছিনতাইকারীকে কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা,  ডিসেম্বর ৩১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।