ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বসতঘর ও মুরগির ফার্মে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
বসতঘর ও মুরগির ফার্মে আগুন ...

চট্টগ্রাম: নগরের চকবাজার থানাধীন ডিসি রোডে বসতঘর ও মুরগির ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।  

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত সোয়া দুইটার দিকে আগুন লাগে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চন্দনপুরা স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে যায়।  

ফায়ার সার্ভিস চন্দনপুরা স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো.শহীদুল ইসলাম বাংলানিউজকে বলেন, ডিসি রোডে বসতঘর ও মুরগির ফার্মে অগ্নিকাণ্ডের খবর পেয়ে রাত আড়াইটার দিকে ঘটনাস্থলে যাই।

প্রায় এক ঘণ্টা ৪০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে প্রায় ৩ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি ও ৬ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।