ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০২৩
প্রতিপক্ষের হামলায় আহত যুবকের মৃত্যু  প্রতীকী ছবি

চট্টগ্রাম: লোহাগাড়া উপজেলার চুনতিতে প্রতিপক্ষের হামলায় আহত আবু জাহেদ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। জাহেদ স্থানীয় সাহাব মিয়ার ছেলে।

মঙ্গলবার (৩ জানুয়ারি) বিকেলে চিকিৎসাধীন অবস্থায় নগরের মেট্রোপলিটন হাসপাতালে আবু জাহেদের মৃত্যু হয়।  

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোহাম্মদ হারুন, ওমর ফারুক, জাহেদ ও রায়হানকে আসামি করে লোহাগাড়া থানায় মামলা দায়ের করেছেন।

 

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছেন এবং এ ঘটনায় মামলা হয়েছে। ওই যুবক বিকেলে নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর পেয়েছি।

বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, জানুয়ারি ০৩, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।