ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড় কাটায় দুইজনের বিরুদ্ধে মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
পাহাড় কাটায় দুইজনের বিরুদ্ধে মামলা

চট্টগ্রাম: পাহাড় কাটার বিরুদ্ধে নগরে নিয়মিত অভিযান পরিচালনা করেছে চট্টগ্রাম জেলা প্রশাসন।  

এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত নগরের ফয়’স লেক সংলগ্ন সালামতুল্লাহ বাই লেইন ও আকবরশাহ থানাধীন লেকসিটি এলাকার পাহাড়গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় পাহাড় কাটায় দুই ব্যক্তির বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা দায়ের করেছে জেলা প্রশাসন।

কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বাংলানিউজকে বলেন, এসব এলাকায় পাহাড় কাটার প্রমাণ পাওয়া গেছে।

তবে অভিযানের সময় পাহাড় কাটার সঙ্গে সম্পৃক্ত ব্যাক্তিরা পালিয়ে যায়।  

রেকর্ড অনুযায়ী টিলা শ্রেণির জায়গাটি ইয়াসিন উল্লাহ রাশেদ নামে একজন মালিক এবং উক্ত জায়গাটির বায়না মূলে স্বপন কুমার ভট্টাচার্য আরেকজনের নামও রয়েছে। তারা পরস্পর যোগসাজশে পাহাড় কাটায় যুক্ত। তাই তাদের বিরুদ্ধে তদন্তপূর্বক পরিবেশ আইনে মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, এছাড়াও আকবরশাহ এলাকার লেকসিটি এলাকায় ১৭৮ দাগে পাহাড় কাটার সত্যতা পাওয়া যায়। এ টিলাতে এই দাগে ৮ দশমিক ৬০ একর জায়গা এবং অনেকের মালিকানা রয়েছে। এ এলাকায় তদন্তপূর্বক মালিকানা চিহ্নিত করে তাদের বিরুদ্ধেও পরিবেশ আইনে মামলা করা হবে।

পাশাপাশি বায়েজিদ লিংক রোডে এশিয়ান উইমেন্স  ইউনিভার্সিটির পাহাড় কেটে রাস্তা নির্মাণের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।