ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ইলিয়াছ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
ইলিয়াছ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার অলংকার মোড় এলাকায় অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ এবং কর্মরত কর্মীদের হেলথ ফিটনেস সনদ না করায় ইলিয়াছ বেকারিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েয়ে।  

সোমবার (৯ জানুয়ারি) চট্টগ্রাম সিটি করপোশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী এ অভিযানে নেতৃত্ব দেন।

স্পেশাল ম্যাজিস্ট্রেট মনীষা মহাজন পরিচালিত অপর অভিযানে নগরের বায়েজিদ বোস্তামী সড়কের উভয় পাশের রাস্তা ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ৮ জনের বিরুদ্ধে মামলা ও ২৮ হাজার টাকা জরিমানা করা হয়।  

অভিযানকালে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সহায়তা করেন।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৩
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।