ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

উৎসবমুখর পরিবেশে চবিতে সরস্বতী পূজা উদযাপন

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
উৎসবমুখর পরিবেশে চবিতে সরস্বতী পূজা উদযাপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উদযাপন করা হয়েছে সরস্বতী পুজা।
 
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে পূজা অনুষ্ঠিত হয়।

 

এসময় বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে, পূজা কমিটির সভাপতি অধ্যাপক ড. তাপসী ঘোষ রায়, অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত, ড. সুমন গাঙ্গুলী, কৌশিক চন্দ্র হৃদয়, সৈকত বিশ্বাস, নয়ন চন্দ্র শীলসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন।

এদিন সকাল থেকে সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থী ও দর্শনার্থীদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় পূজা মন্ডপ।

এর আগে পূজা উপলক্ষে নিমন্ত্রণ পত্র তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজে ব্যস্ত সময় কাটান সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা। এছাড়া পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০২৩
এমএ/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।