চট্টগ্রাম: উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন নিসা একাডেমির নবীণ বরণ ও বিদায় অনুষ্ঠান।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ১১টায় নগরের রেল স্টেশন কলোনীতে স্কুল ক্যাম্পাসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস এ ফ্যামিলির ব্যবস্থাপনা পরিচালক ও আন নিসা একাডেমীর চেয়ারম্যান শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল মাগরিব ইন্টারন্যাশনাল স্কুলের উপাধক্ষ্য এমদাদুল্লাহ।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে আরো ছিলেন আল হামিম ইনস্টিটিউট এর প্রিন্সিপাল আরিফুল ইসলাম ও তাওহীদুল উম্মাহ মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব সহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে শাহ আলম বলেন, নারীদের ধর্মীয় ও আধুনিক শিক্ষার মাধ্যমে এ সমাজকে আলোকিত ও নৈতিকতাবোধ সম্পন্ন নাগরিক উপহার দেওয়া সম্ভব। নারীরা শিক্ষায় এগিয়ে না গেলে দেশ পিছিয়ে পড়বে। তাই সমাজ ও দেশকে এগিয়ে নারীদের এগিয়ে নিতে হবে।
বিশেষ অতিথিদের বক্তব্যে উপাধক্ষ্য এমদাদুল্লাহ বলেন, মানসম্মত শিক্ষা বিস্তারে সবাই একসাথে কাজ করতে হবে। নারীদের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে শিক্ষাপদ্ধতিতে ধর্মীয় শিক্ষার অর্ন্তভুক্তি জরুরি।
সভাপতির বক্তব্যে আন নিসা একাডেমির অধ্যক্ষ হাফেজ মাওলানা মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দ একসাথে কাজ করলে প্রত্যাশিত ফলাফল আনা সম্ভব। তাই বছরের শুরু থেকেই শিক্ষার্থীদের প্রতি নজর রাখতে হবে।
অনুষ্ঠানে নবীনদের মানপত্র পাঠ করে ও ফুল দিয়ে বরন করা হয় এবং নতুন শিক্ষাবর্ষের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেওয়া হয়। এছাড়া গত শিক্ষাবর্ষে যারা স্কুল থেকে পাস করেছে, তাঁদের বিদায় জানানো হয়।
বাংলাদেশ সময়: ২২১৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৫
এমআর/টিসি