ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

এক সপ্তাহ বাড়লো এসএসসির ফরম পূরণের সময়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এক সপ্তাহ বাড়লো এসএসসির ফরম পূরণের সময় ...

চট্টগ্রাম: ২০২৩ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় এক সপ্তাহ বাড়িয়েছে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড। শিক্ষার্থীরা ২ ফেব্রুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন।

তবে এজন্য দিতে হবে বিলম্ব ফি।  

শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক নারায়ণ চন্দ্র নাথ বাংলানিউজকে  এসব তথ্য জানিয়েছেন।

এ সময়ের মধ্যে বাদ পড়া শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।

নারায়ণ চন্দ্র নাথ বলেন, বিলম্ব ফিসহ আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ফি জমা দিতে পারবে শিক্ষার্থীরা। ফরম পূরণের সময় আর বাড়ানো হবে না। বাদপড়া শিক্ষার্থীদের এ সময়ের মধ্যেই ফরম পূরণ করতে হবে। এ ছাড়া ফরম পূরণ সংক্রান্ত গত ১২ ডিসেম্বর দেওয়া বিজ্ঞপ্তির অন্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।