ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ফিনলের ফ্ল্যাট কিনলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
ফিনলের ফ্ল্যাট কিনলেই মিলবে আকর্ষণীয় পুরস্কার

চট্টগ্রাম: পর্যাপ্ত আলো বাতাসের চলাচলের ব্যবস্থা, নির্দিষ্ট সময়ে ফ্ল্যাট হস্তান্তর, শক্তিশালী অবকাঠামো নির্মাণ করেই ফিনলে প্রপার্টিজ লিমিটেডের ভবন নির্মাণ করা হয়।  

এমন নানা ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে ফিনলে প্রপার্টিজ পরিবর্তন আনতে চায় ক্রেতাদের রুচি ও চাহিদায়।

সাধ্যের মধ্যে পছন্দের আবাসন নিশ্চিত করতে রিহ্যাব আয়োজিত ৪ দিনব্যাপী আবাসন মেলার প্রতিষ্ঠানটির কার্যক্রম নজর কেড়েছে সবার। যেখান থেকে ফ্ল্যাট কিনলেই মিলবে আকর্ষণীয় উপহার সামগ্রী।

ফিনলে প্রপার্টিজ লিমিটেডের সিনিয়র ম্যানেজার (মার্কেটিং) মোহাম্মদ নূর উদ্দিন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম যেহেতু ভুমিকম্প প্রবণ এলাকা সেহেতু আমরা ভবন নির্মাণে কাঠামোর দিকে খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের বেশিরভাগ ভবনের কাঠামোগত নকশা  শামিমুজ্জামান বসু মিয়া স্যারকে দিয়ে করে থাকি।  

যার কারণে চট্টগ্রাম যে ভবনগুলো আমরা করি সেগুলোর কাঠামো অনেক বেশি শক্তিশালী থাকে। ভবনের গুণগত মান আমরা নিশ্চিত করি। আমরা যে অ্যাপার্টমেন্টগুলো করি সেগুলোতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকে। বাতাস চলাচলের ব্যবস্থা থাকে।  

একজন ক্রেতা যখন ফ্ল্যাট কিনেন তখন সেখানে পর্যান্ত আলো বাতাসের বিষয়টা গুরুত্বের সঙ্গে দেখা হয়। তাই আমরা সেটিকে খুব গুরুত্ব দিয়ে থাকি। দিনের আলোতেই যাতে পুরো ফ্ল্যাট আলোকিত থাকে সেদিকে আমরা বিশেষ নজর দেই। ভবনের প্রতিটি কর্নারে যাতে দিনের আলো প্রবেশ করে সে ব্যবস্থা রাখা হয়। বাতাস প্রবেশ করে বাতাস চলাচল করে সেটিকে আমরা গুরুত্ব দিয়ে থাকি।  

নির্দিষ্ট সময়ে আমরা প্রপার্টি হস্তান্তর করাকে গুরুত্ব দিয়ে থাকি।  ফ্ল্যাটে উঠার পরেও আমরা সেবা দিয়ে থাকি। এপার্টমেন্টে কোন সমস্যা থাকলে সেটি আমরা সমাধান করে থাকি।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ 
বিই/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।