ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার ...

চট্টগ্রাম: নগরের পাহাড়তলী থানার বিটেক বাজার এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি নিলেন্দু দাসকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

মঙ্গলবার (৭ মার্চ) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এই তথ্য নিশ্চিত করেন।

 

আসামি নিলেন্দু দাস সুনামগঞ্জ জেলার দিরাই থানার গাঘটিয়া এলাকার মৃত নির্মল দাসের ছেলে।

মো. নুরুল আবছার জানান, দিরাই থানার পৃথক দুটি মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি নিলেন্দু দাস নগরের পাহাড়তলী থানার বিটেক বাজার এলাকায় অবস্থান করছে।

গোপন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর সোয়া দুইটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

তিনি জানান, ২০১৯ সালের ২৮ এপ্রিল আদালত ২ বছর সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন তাকে।  ২০২১ সালের ২৫ মার্চ  অন্য মামলায় ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।