ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেকেন্ড টাইম চালু

চবিতে ভর্তি আবেদন বেড়েছে ২১ শতাংশ 

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৬ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
চবিতে ভর্তি আবেদন বেড়েছে ২১ শতাংশ  ...

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: ২০২২-২৩ সেশনের স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ৪ হাজার ৯২৬ আসনের বিপরীতে আবেদন করেছে ১ লাখ ৫৯ হাজার ৯৪৬ জন পরীক্ষার্থী। তবে ভর্তিচ্ছুদের অনেকে একাধিক ইউনিটে আবেদন করায় আবেদনের সংখ্যা হয়েছে ২ লাখ ৫৬টি।

২০২২-২৩ সেশনে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষায় (সেকেন্ড টাইম) অংশগ্রহণের সুযোগ দেওয়ায় আবেদনকারীর সংখ্যাও বেড়েছে উল্লেখযোগ্য হারে। জানা গেছে, আবেদনকারীদের মধ্যে ১ লাখ ২৬ হাজার ১ জন নিয়মিত ছাত্র।

আর অনিয়মিত বা দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার জন্য আবেদনকারী ৩৩ হাজার ৯৪৫ জন। সেই হিসাবে সেকেন্ড টাইম চালু হওয়ায় আবেদন বেড়েছে ২১ দশমিক ২২ শতাংশ।  

মঙ্গলবার (১৮ এপ্রিল) বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন চবির আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. খাইরুল ইসলাম।

তিনি জানান, চারটি ইউনিট ও দুইটি উপ-ইউনিটে ৪ হাজার ৯২৬টি আসনের বিপরীতে এবার আবেদন জমা হয়েছে ২ লাখ ৫৬টি। প্রতি আসনের বিপরীতে লড়বেন ৪১ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। তবে আবেদন করেও ১৪ হাজার ২৭৬ জন ভর্তিচ্ছু টাকা জমা না দেওয়ায় তাদের আবেদন বাতিল হয়েছে।

কোন ইউনিটে কত আবেদন

‘এ’ ইউনিটে ১ হাজার ২১৫টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৬২ জন।

‘বি’ ইউনিটে ১ হাজার ২২১টি আসনের বিপরীতে আবদেন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়বে ৪৪ জন।  

‘সি’ ইউনিটে ৬৪০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ১৯ হাজার ৯৯৯ জন শিক্ষার্থী। প্রতি আসনে ভর্তির জন্য লড়বে ৩১ জন।

‘ডি’ ইউনিটে ৯৫৮ টি আসনের বিপরীতে ৪৯ হাজার ১৭৮ জন আবেদন করেছেন। প্রতি আসনের বিপরীতে ৫১ জন লড়বে।

এ ছাড়া দুইটি উপ-ইউনিটের মধ্যে ‘বি-১’ ইউনিটে ১২৫টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১ হাজার ৩৮২ জন। প্রতি আসনের বিপরীতে ১১ জন। ‘ডি-১’ উপ ইউনিটে ৩০টি আসনের বিপরীতে ১ হাজার ৮৪৩ জন প্রার্থী। আসন প্রতি লড়বে ৬২ জন।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৩
এমএ/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।