চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সমাজবিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ হয়েছে। এতে অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী।
মঙ্গলবার (২৩ মে) সন্ধ্যায় বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন 'ডি' ইউনিটের ভর্তি পরীক্ষার কো-অর্ডিনেটর সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
'ডি' ইউনিটের প্রথম শিফটের পরীক্ষায় ১৬ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৩৮১ জন।
দ্বিতীয় শিফটের পরীক্ষায় ১৬ হাজার ৩৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ৩০৬ জন। উপস্থিতি হার ৮১ দশমিক ৭০। অনুপস্থিত ছিলেন ৩ হাজার ৮৭ জন। দুই শিফটে উপস্থিতির হার ৮১ দশমিক ৬৬।
তৃতীয় শিফটে ১৬ হাজার ৩৯২ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৩ হাজার ১৪০ জন। উপস্থিতির হার ৮০ দশমিক ১৬ । অনুপস্থিত ছিলেন ৩ হাজার ২৫২ জন।
২২ ও ২৩ মে তিন শিফটে অনুষ্ঠিত হয় ডি ইউনিটের পরীক্ষা। সর্বমোট ৪৯ হাজার ১৭৮ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ৩৯ হাজার ৮২৭ জন। মোট উপস্থিতির হার ৮১ দশমিক ১৬। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৩৫১ জন। অনুপস্থিতির হার ১৮ দশমিক ৮৪।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এমএ/টিসি