ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সীমান্ত থেকে দ্বৈত নাগরিক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
সীমান্ত থেকে দ্বৈত নাগরিক আটক ...

চট্টগ্রাম: মীরসরাইয়ের অলিনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আশীষ পুরোহিত (৬৫) নামে একব্যাক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে পূর্ব অলিনগর থেকে তাকে আটক করা হয়।

আশীষ পুরোহিত বাংলাদেশ ও ভারতের নাগরিক। তিনি চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার এনায়েত বাজার এসএ চৌধুরী লেইনের মৃত নির্মল চন্দ্র পুরোহিতের ছেলে।
অপরদিকে, ভারতীয় আধার কার্ডে আশীষ পুরোহিতের ঠিকানা রয়েছে পশ্চিমবঙ্গ ঢাকুরিয়া কোলকাতা নস্কর পাড়া বাজার ১৬ নস্কর পাড়া এলাকা। তবে দুই পরিচয়পত্রে তার জন্ম তারিখ এক।

৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন জানান, অলিনগর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আশীষ পুরোহিতকে আটক করা হয়েছে। তার কাছ থেকে বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র ও ভারতীয় আধার কার্ড উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, চিকিৎসার জন্য অবৈধভাবে ভারতে গমন করছিল। দ্বৈত নাগরিকত্ব ও অবৈধ পারাপারের দায়ে তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।