ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগ নেতা নোবেলের নেতৃত্বে শান্তি সমাবেশ ও মিছিল 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
যুবলীগ নেতা নোবেলের নেতৃত্বে শান্তি সমাবেশ ও মিছিল  নগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে শান্তি মিছিল বের হয়।

চট্টগ্রাম: প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে যুবলীগের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগরে শান্তি সমাবেশ ও মিছিল করেছে নগর যুবলীগ।  

মঙ্গলবার (১৩ জুন) বিকেলে নগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেলের নেতৃত্বে শান্তি মিছিলটি একেখান মোড় থেকে শুরু করে সাগরিকা মোড় প্রদক্ষিণ করে অলঙ্কার মোড়ে শান্তি সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

 

সমাবেশে মনোয়ার উল আলম চৌধুরী নোবেল বলেন, আমাদের নেত্রী মানবতার নেত্রী, দেশের শান্তি ও শৃঙ্খলা বিরোধীদের হাজারো উগ্রবাদী আচরণের পরেও নেত্রী বাংলাদেশ আওয়ামী যুবলীগকে সবসময় শান্তির পথে থাকার নির্দেশনা দিয়ে আসছেন। সব সমালোচনাকে পেছনে ফেলে নেত্রী দেশকে সারা বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেলে রূপান্তর করে দেখিয়েছেন।

তারপরেও কেউ আমার দেশকে নিয়ে ষড়যন্ত্রের পাঁয়তারা করলে, আমার নেত্রীকে নিয়ে ষড়যন্ত্র করলে, আমার দেশের মানুষকে অশান্তিতে রাখার চেষ্টা করলে, সহিংসতা বা নৈরাজ্যের মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করলে যুবলীগ তখন আর শান্তি সমাবেশ করবে না। দেশে অশান্তি ও বিশৃঙ্খলা লাগিয়ে রাখতে লিপ্ত অপশক্তির সব অসুর, খন্দকার মোশতাক এবং তাহের উদ্দিন ঠাকুর গংয়ের প্রেতাত্মাদের ছাড় দেওয়া হবে না। দেশ ও দেশের মানুষের নিরাপত্তার প্রশ্ন যখনই উঠবে বাংলাদেশ আওয়ামী যুবলীগ মুহূর্তেই শান্তি মিছিল বাদ দিয়ে দেশের শান্তিবিরোধী অপশক্তির গলা চিপে ধরতে ২৪ ঘণ্টা রাজপথে প্রস্তুত রয়েছে।

নগর ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক ফয়সাল বিন নিজামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি মো. ইউনুস, সাবেক ছাত্রনেতা সৈয়দ কায়নাদ মোর্শেদ কনক, ওমরগণি এমইএস কলেজ ছাত্র সংসদের সাবেক উপ আপ্যায়ন সম্পাদক হাবিবুর রহমান রিপন, মো. সৈয়দ, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক আবু তৈয়ব, সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আনোয়ার পলাশ।

উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা নূর উদ্দিন মিল্টন, সাইফুল ইসলাম রবিন, আলমগীর চৌধুরী আলো, ফয়সাল মাকসুদ, আরিফ মুহাম্মদ হারুনী, নগর সেচ্ছাসেবক লীগ নেতা ফারহান সোহেল, পাহাড়তলী থানা যুবলীগ নেতা এনামুল হক আজিম, আরিফ, ১২ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা সেলিম, পাহাড়তলী থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা রনি মজুমদার, হুমায়ুন, সদরঘাট থানা যুবলীগ নেতা হানিফ, রাশেদ, আকবরশাহ্ থানা যুবলীগ নেতা গোলাম রাব্বানী রাফি, বাবু , ১১ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ৯ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা আকবর, ইমরান, নগর ছাত্রলীগের সদস্য শাহরিয়ার সুমন, ডবলমুরিং থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম আরদীন, কোতোয়ালী থানা ছাত্রলীগের সহ-সভাপতি আজাহার মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হোসেন সাজেন, পাঠাগার ও গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাজিম উদ্দীন, পাহাড়তলী থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম আকাশ, তথ্য ও গবেষণা সম্পাদক আরাফাত হোসেন বিজয়, উপ ক্রীড়া সম্পাদক ইমতিয়াজ উদ্দিন আকিল, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা আব্দুস সোবাহান, মহসিন কলেজ ছাত্রলীগ নেতা ফারহান উদ্দিন খান, এইচএম জাহিদ, শাহাদাত, আজিজ, ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মারুফ হোসেন, সিদ্ধার্থ শংকর দাশ, বিজয় দাশ, ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা আজাদ, ১২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা সিফাত হাবীব রবি, ইরফান, আসিক, ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা ইসতিয়াক, রবিন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জুন ১৩, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।