ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ব্যবসায়ীদের জন্য চসিক মেয়রের দরজা সবসময় খোলা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
ব্যবসায়ীদের জন্য চসিক মেয়রের দরজা সবসময় খোলা  ...

চট্টগ্রাম: ব্যবসায়ীদের জন্য চসিক মেয়রের দরজা সবসময় খোলা থাকবে বলে জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামের গুটি কয়েক ব্যবসায়ী তাদের স্বার্থকে টিকিয়ে রাখার জন্য সাধারণ ব্যবসায়ীদের সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়েছে। আশাকরি এখন যারা টেরিবাজার ব্যবসায়ী সমিতির দায়িত্বে আছেন, তারা এ ধরনের স্বার্থকে জলাঞ্জলি দিবেন না এবং সমগ্র ব্যবসায়ীর স্বার্থকে দেখে প্রাধান্য দিবেন।

বুধবার (২৫ ডিসেম্বর) রাতে নগরের একটি কনভেনশন হলে টেরিবাজার ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, টেরিবাজার সমিতির নির্বাচনের সময় কোতোয়ালীর ওসি ছিলেন নিজাম, সে আরেক ভোট ডাকাত, ভোট ডাকাতের সর্দার একেকজন।

এগুলো প্রথমে বলেছে, না ঠিক আছে, সব ঠিক আছে। কিন্তু নির্বাচন যখন শুরু হয়েছে, রাতের অন্ধকারে কিভাবে মেরে সমস্ত টেরিবাজারের ব্যবসায়ীদের বের করে দিয়ে জোর করে তারা সেখানে আওয়ামী ব্যবসায়ীদের জিতিয়ে দিয়েছে। ঠিক যেভাবে তারা ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে দিনের ভোট রাতে এবং বিনাভোটে নির্বাচন করেছে। একটি বৈধ নির্বাচনের মাধ্যমে আপনারা আজ অভিষিক্ত হয়েছেন, দায়িত্বভার গ্রহণ করেছেন।  

টেরিবাজার ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি আব্দুল মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুরের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মহানগর জামায়াতে ইসলামীর আমির শাহজাহান চৌধুরী ও বিশেষ অতিথি ছিলেন মেট্রোপলিটন পুলিশের (দক্ষিণ) ডিসি শাকিলা সুলতানা। শুভেচ্ছা বক্তব্য দেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি ও অভিষেক উদযাপন পরিষদের আহ্বায়ক মো. নাছির উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন টেরীবাজার ব্যবসায়ী সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন সমিতির ধর্ম সম্পাদক তাজুল ইসলাম।

অভিষেক উপলক্ষে ঐতিহ্যের টেরিবাজার নামে একটি স্মরণিকা প্রকাশ করা হয়। জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সমিতির মৃত্যুবরণ কারী কর্মকর্তাদের স্মরণ করে তাদের মাগফেরাত কামনা করা হয়।  

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।