ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

তিন দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আরাফ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
তিন দিন ধরে নিখোঁজ মাদ্রাসাছাত্র আরাফ ফারুক আরাফ।

চট্টগ্রাম: চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল এলাকা থেকে ৩ দিন ধরে নিখোঁজ ফারুক আরাফ নামের এক মাদ্রাসাছাত্র। সে কল্পলোক আবাসিক মানারুল হুদা মাদ্রাসার নবম শ্রেণির ছাত্র।

আরাফ নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলার সেইলর্স কলোনির আয়ুবি বিল্ডিংয়ের এসএম হারুনুর রশীদের ছেলে।

পাঁচলাইশ থানার ওসি (তদন্ত) মো. আক্তারুজ্জামান বলেন, নিখোঁজ ওমর ফারুক আরাফের বিষয়ে আমরা সাধ্যমতো চেষ্টা করছি।

আইনগত যা যা করণীয় আমরা সব করছি।

এসএম হারুনুর রশীদ বলেন, ১৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় আরাফ তার নানা-নানির সঙ্গে আমার আত্মীয়কে দেখতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে যায়। সেখান থেকে তাকে মাদ্রাসার উদ্দেশ্যে তার নানা-নানি একটি সিএনজি অটোরিকশায় তুলে দেন। পরে মাদ্রাসায় খবর নিলে সে পৌঁছেনি বলে জানায়।

তিনি বলেন, এরপর থেকে কোনো খোঁজ না পাচ্ছি না। নিরুপায় হয়ে সোমবার পাঁচলাইশ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২৩
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।