চট্টগ্রাম: পটিয়ায় লবণবোঝাই ট্রাকের সাথে যাত্রীবাহী শ্যামলী পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন।
সোমবার (৩০ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টায় পটিয়া ইন্দ্রপোল এলাকায় বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বাস যাত্রী মো. মামুন (১৯), মেহেরাব (২১), গিয়াস উদ্দিন (৪৫), মো. ইমরান (২৪) ও ট্রাক চালক মো. জয়নাল (২৪)।
জানা গেছে, কক্সবাজারের টেকনাফ থেকে ছেড়ে আসা লবণবোঝাই ট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
পটিয়া হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ মো. জসিম উদ্দিন জানান, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আহতদের উদ্ধার করে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ট্রাক চালককে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০২৪
এসি/টিসি