ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সেক্টর কমান্ডারস ফোরামের পদে বেদারুল আলম পুনর্নির্বাচিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
সেক্টর কমান্ডারস ফোরামের পদে বেদারুল আলম পুনর্নির্বাচিত বেদারুল আলম চৌধুরী বেদার।

চট্টগ্রাম: মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ার সংগ্রামে ব্রতী বীর মুক্তিযোদ্ধা ও নতুন প্রজন্মের সমন্বয়ে মুক্তবুদ্ধি চর্চার উচ্চকণ্ঠ জাতীয় সামাজিক সংগঠন সেক্টর কমান্ডারস্ ফোরাম - মুক্তিযুদ্ধ '৭১ এর ষষ্ঠ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২৩ সেপ্টেম্বর) ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সাবেক ছাত্রনেতা, সৃজনশীল মেধাবী সংগঠক ও প্রগতিশীল রাজনীতিক বেদারুল আলম চৌধুরী বেদার দ্বিতীয়বারের মতো কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

তিনি সংগঠনের চট্টগ্রাম বিভাগের সমন্বয়কের দায়িত্ব পেয়েছেন।  

কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পুনরায় সহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন সংগঠনের চট্টগ্রাম চট্টগ্রাম জেলা ও মহানগর কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টু, বীর মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, মোহাম্মদ সেলিম চৌধুরীসহ কার্যনির্বাহী কমিটির কর্মকর্তা ও সদস‍্যরা।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।