ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘কেউ যদি মনে করে এটা শুধু মেয়রের শহর, তাহলে ভুল’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
‘কেউ যদি মনে করে এটা শুধু মেয়রের শহর, তাহলে ভুল’ বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

চট্টগ্রাম: সুন্দর ও নান্দনিক স্থাপনার পাশাপাশি বড় বড় অট্টালিকাগুলোর পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা রাখা প্রয়োজন। শহর সুন্দর করে গড়ে তুলতে হলে সবার সহযোগিতা দরকার।

কেউ যদি মনে করে এটা শুধু মেয়রের শহর, তাহলে ভুল। সবার সহযোগিতা ছাড়া কোনো সিটি সুন্দরভাবে গড়ে উঠতে পারে না।
আধ্যাত্মিক সাধকদের পদচারণায় ধন্য হয়েছে হাজার বছরের পুরনো চট্টগ্রাম শহর। পরিবেশবান্ধব ও নান্দনিক একটি শৈল্পিক শহর হিসেবে গড়ে তুলতে পারব যদি আমরা একযোগে কাজ করি।   

নগরের দেওয়ান বাজার এলাকায় সিরাজউদ্দৌলা সড়কে ওয়াইএনটি সেন্টার কনভেনশন হলের উদ্বোধনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী এসব কথা বলেন।  
মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে ফিতা কেটে শীততাপ নিয়ন্ত্রিত এই কনভেনশন হলের উদ্বোধন করেন তিনি।  

মেয়র বলেন, এ ধরনের প্রতিষ্ঠান গড়ে উঠলেই এলাকা আলোকিত হয়। সম্রাট শাহজাহান যমুনা নদীর তীরে যেখানে তাজমহল গড়েছিলেন সেটা একসময় জনমানবহীন এলাকা ছিল। কিন্তু তাজমহল হবার পর পৃথিবীর কাছে আগ্রাকে পরিচিত করল।  

এ সময় এনএনকে ফাউন্ডেশনের চেয়ারম্যান খালেদ মাহমুদ, সুখবিলাস ফিসারিজ অ্যান্ড প্লান্টেশনের চেয়ারম্যান এরশাদ মাহমুদ, রাঙ্গুনিয়ার উপজেলা চেয়ারম্যান স্বজন কুমার তালুকদার, জেলা পরিষদ সদস্য আবুল কাশেম চিশতি, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেন রঞ্জু, কাউন্সিলর হাসান মাহমুদ হাসনী, শৈবাল দাশ সুমন, রুমকি সেনগুপ্ত, সাবেক কাউন্সিলর বিজয় কিষান চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মোনাফ সিকদার, রেড ক্রিসেন্ট মহানগর ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল জব্বার উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২৩
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।