ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চেক ডিজঅনার মামলায় কারাগারে মান্নানের স্ত্রী 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
চেক ডিজঅনার মামলায় কারাগারে মান্নানের স্ত্রী  প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চেক ডিজঅনার মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি সাবেক সংসদ সদস্য বিকল্প ধারা বাংলাদেশের সাবেক মহাসচিব মেজর (অব.) আব্দুল মান্নানের স্ত্রী উম্মে কুলসুমা মান্নানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামের চতুর্থ যুগ্ম মহানগর দায়রা জজ রাজিয়া সুলতানার আদালত এ আদেশ দেন।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, চেক ডিজঅনার মামলায় (নম্বর- ৩৩৯৮/২৩) সিআর মামলা নম্বর- ৯৮৫/২০ (ডবলমুরিং) ধারা-এন.আই অ্যাক্টের-১৩৮ আসামি উম্মে কুলসুমা মান্নান। এই মামলায় আদালত রায় দিয়েছিলেন।

রায়ে দণ্ডিত হন আসামি উম্মে কুলসুমা মান্নান।  

আদালতের বেঞ্চ সহকারী মোরশেদ হোসেন বাংলানিউজকে বলেন, চেক ডিজঅনার মামলায় দণ্ডিত আসামি উম্মে কুলসুমা মান্নান। মঙ্গলবার (আজ) আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে কারাগারে পাঠানোর আদেশ দেন। রায়ের আপিলের মেয়াদ শেষ হয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।