ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সরকারি জমি দখল করে গরু ও মহিষের খামার!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
সরকারি জমি দখল করে গরু ও মহিষের খামার! ...

চট্টগ্রাম: আনোয়ারায় অবৈধ দখলদারের কাছ থেকে ১ দশমিক ১২ একর সরকারি খাসজমি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১২ মার্চ) সকালে আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ এলাকার অবৈধ দখলদারদের কাছ থেকে এ জমি উদ্ধার করে প্রশাসন।

জানা গেছে, আনোয়ারা-বাঁশখালী সীমান্তে সড়কের জন্য ৮৫ শতক জমি অধিগ্রহণ করে সরকার। জমির মালিকরা অধিগ্রহণের ক্ষতিপূরণও তুলে নেন।

সড়ক নির্মাণে শেষে ভূমিদস্যুরা আরব প্রপার্টিজ নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিপত্র করেন।

১ দশমিক ১২ একর জমি অবৈধভাবে দখল করে আরব প্রপার্টিজ গরু ও মহিষের খামার গড়ে তোলে এবং রাতের আঁধারে মাটি কেটে ট্রাকে করে বিক্রি করছিল উপজেলার বিভিন্ন স্থানে।

উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে দুটি মামলায় আবুল কালামের ছেলে মেহেরাজকে ৫০ হাজার টাকা ও রফিকুল ইসলামের ছেলে নিজাম উদ্দিনকে ২ লাখ টাকা জরিমানা করে। উদ্ধার করা হয় ১ কোটি ৪০ লাখ টাকার সরকারি খাসজমি।

আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আবদুল্লাহ্ আল মুমিন বাংলানিউজকে বলেন, দীর্ঘদিন ধরে সরকারি খাস জমি অবৈধভাবে দখলে রেখে গরু-মহিষের খামার এবং রাতের আঁধারে মাটি বিক্রি করছিল। জড়িত দুইজনকে জরিমানা করা হয়েছে। সরকারি খাসজমি উদ্ধারে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।