চট্টগ্রাম: পটিয়া উপজেলা নির্বাচন অফিসে মামার এনআইডির তথ্য জানতে এসে আটক হয়েছেন মো. সাবের (২০) নামে এক রোহিঙ্গা যুবক।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে পটিয়া উপজেলা নির্বাচন অফিস থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে সাবের উপজেলা নির্বাচন অফিসে এসে আসেন আনোয়ার কামাল নামে এক ব্যক্তির এআইডি কার্ড ব্লক থাকার কারণ জানতে চান এবং ব্লক খুলে দেওয়ার জন্য অনুরোধ করেন। এ সময় তথ্য যাচাই বাছাই করতে গিয়ে নির্বাচন অফিসের কর্মকর্তারা দেখেন, ২০১৮ সালে রোহিঙ্গা হিসেবে শনাক্ত হওয়ার কারণে আনোয়ার কামাল নামের ওই এনআইডি কার্ড ব্লক (স্থগিত) করে কর্তৃপক্ষ।
উপজেলা নির্বাচন অফিসার মো. আরিফুল ইসলাম বাংলানিউজকে ড়বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি মো. সাবের ২০১৭ সালে কক্সবাজারের উখিয়া বালুখালি ক্যাম্পে আসেন। কিন্তু ২০২২ সালে ভুয়া নাম-ঠিকানা দেখিয়ে এনআইডি সংগ্রহ করে পটিয়া মাদরাসায় পড়াশোনা করছেন। এবার তিনি এসেছেন তার মামা আনোয়ার কামাল নামের অন্য এক রোহিঙ্গার এনআইডির ব্লক খুলতে। যাচাই-বাছাই শেষে সন্দেহ হলে আমরা পুলিশে খবর দিই। পুলিশ এসে তাকে আটক করেছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, নির্বাচন অফিসারদের কাছ থেকে খবর পেয়ে মো. সাবের নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২৫
এমআর/পিডি/টিসি