ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

যুবলীগের ইফতার ও শরবত বিতরণ শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
যুবলীগের ইফতার ও শরবত বিতরণ শুরু ...

চট্টগ্রাম: যুবলীগের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে মাসব্যাপী অসহায় শ্রমজীবী রোজাদারদের ইফতার ও শরবত বিতরণ করা হচ্ছে।  

নগরের নিউ মার্কেটের আলকরণ চৌধুরী টাওয়ার ও আগ্রাবাদ মোড়ের পুলিশ বক্সের পাশে রান্না করা ইফতার ও শরবত বিতরণ বুথের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।

চৌধুরী টাওয়ারের বুথের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন নগর আওয়মী যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন ও  সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার। উপস্থিত ছিলেন নগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ, ইপিজেড থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকের আহমেদ খোকন, সেকান্দর আজম, চট্টগ্রাম বন্দর সিবিএর সাধারণ সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক, যুবলীগ নেতা কাজল দে, আনিফুর রহমান লিটু, মানস দে, সুফিউর রহমান টিপু, রায়হান নেওয়াজ সজীব, মারুফ আহমেদ সিদ্দিকী, আলকরণ ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহবায়ক শাহ নেওয়াজ রাজীব, যুগ্ম আহবায়ক রিমন চক্রবর্তী, শাহীন আহম্মেদ, সদস্য সানা ভট্টাচার্য, সুজন সেন, মো. শাহেদুর রহমান খান, আব্দুল মাবুদ মারুফ, রাহুল চক্রবর্তী, সুমন গুহ, আব্দুল্লাহ আল মামুন, আরিফুল ফরহাদ, রবিউল হোসেন, আরজু, রুহুল আমিন, সাজ্জাদ আলী জুয়েল, কাজী মো. আরিফ, সরোয়ার হোসেন, মো. সাজিবুল ইসলাম সজিব, আবু নাছের জুয়েল, তানভীর হাসান, জিৎকর বাবু, মো. মনির, মো. জুয়েল, মো. আরমান প্রমুখ।

 

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, মার্চ ১২, ২০২৪
এআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।