ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মধ্যরাতে ১১ ফুট লম্বা অজগর বাঁচালেন রাকিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৭ ঘণ্টা, জুলাই ৭, ২০২৪
মধ্যরাতে ১১ ফুট লম্বা অজগর বাঁচালেন রাকিব

চট্টগ্রাম: মধ্যরাতে খবর এলো রাসেল ভাইপার সন্দেহে একটি সাপ মারার আয়োজন করছেন স্থানীয় লোকজন। খবর পেয়ে সাপটি বাঁচাতে ছুটলেন ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম বাংলাদেশের সদস্য রেজাউল করিম রাকিব।

রোববার (৭ জুলাই) ভোররাতে হাটহাজারীর ফরহাদাবাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে সাপটি উদ্ধার করেন তিনি। বিকেলে বন বিভাগের সহায়তায় সাপটি গহিন অরণ্যে অবমুক্ত করা হবে।

 

রাকিব বাংলানিউজকে জানান, সাপটি লম্বায় ১১ ফুট। ওজন ১৩ কেজির বেশি।  পাহাড়ি ঢল কিংবা খাদ্যাভাবে সাপটি লোকালয়ে চলে আসতে পারে এমন ধারণা রাকিবের।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ০৭, ২০২৪
এআর/টিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।