ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইসিটি পরীক্ষায় বহিষ্কার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, জুলাই ৯, ২০২৪
আইসিটি পরীক্ষায় বহিষ্কার ১ ...

চট্টগ্রাম: শিক্ষাবোর্ডের অধীনে অনুষ্ঠিত উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেটের (এইচএসসি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় অংশ নেয়নি ১ হাজার ২৪ জন।  

এ পরীক্ষায় ১১৫টি কেন্দ্রে ৯৪ হাজার ৬২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৯৩ হাজার ৫৯৭ জন।

মঙ্গলবার (৯ জুলাই) দুপুরের দিকে বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এএমএম মুজিবুর রহমান।

তিনি জানান, চট্টগ্রামে ৬৯ কেন্দ্রে ৬৯ হাজার ২ পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৬৮ হাজার ৩২৬ জন।

অনুপস্থিত ৬৭৬ জন। কক্সবাজার জেলায় ১৮টি কেন্দ্রে ১১ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ১১ হাজার ৪৯০ জন, অনুপস্থিত ১৫৫ জন।

এছাড়াও রাঙামাটি জেলায় ১০টি পরীক্ষা কেন্দ্রে ৪ হাজার ৮০১ জনের মধ্যে অংশ নিয়েছেন ৪ হাজার ৭৪১ জন, অনুপস্থিত ৬০ জন। খাগড়াছড়ি জেলায় ১০টি কেন্দ্রে ৫ হাজার ৭৩২ জনের মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ৫ হাজার ৬৭৬ জন এবং অনুপস্থিত ৫৬ জন। বান্দরবান জেলায় ৮টি পরীক্ষা কেন্দ্রে ৩ হাজার ৪৪১ জনের মধ্যে অংশ নিয়েছেন ৩ হাজার ৩৬৪ জন এবং অনুপস্থিত ৭৭ জন।

এদিকে, কক্সবাজারের একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জুলাই ০৯, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।