ঢাকা, শুক্রবার, ১০ শ্রাবণ ১৪৩১, ২৬ জুলাই ২০২৪, ১৯ মহররম ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরালে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২১ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
জামালখানে বঙ্গবন্ধুর ম্যুরালে হামলাকারীদের আইনের আওতায় আনার দাবি

চট্টগ্রাম: নগরের জামালখানে শুক্রবার (১৯ জুলাই) দুর্বৃত্তদের হামলায় ভাংচুরকৃত বঙ্গবন্ধুর ম্যুরাল পরিদর্শন করছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ও জেলা ইউনিট কমান্ডের নেতারা।

বুধবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৩টায় মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মোজাফফর আহমদের নেতৃত্বে পরিদর্শন শেষে বিক্ষোভ করেন বীর মুক্তিযোদ্ধারা।

এ সময় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ভারপ্রাপ্ত কমান্ডার একেএম সরওয়ার কামাল দুলু, রাঙ্গুনিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অন্যতম সাক্ষী বীর মুক্তিযোদ্ধা কাজী নুরুল আবছার, মহাগরীর ডেপুটি কমান্ডার শহীদুল হক চৌধুরী শহীদ, ডেপুটি কমান্ডার মো. নুর উদ্দিন, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, সহকারী কমান্ডার এফএফ আকবর খান, সহকারী কমান্ডার সৈয়দ আবদুল গণি, জেলা সংসদের সহকারী কমান্ডার আহমদ হোসেন, সহকারী কমান্ডার আবদুর রাজ্জাক, সহকারী কমান্ডার মাহবুবুর রহমান, খুলশী কমান্ডার মো. ইউসুফ, কোতোয়ালী কমান্ডার সৌরিন্দ্র নাথ সেন, আকবর শাহ কমান্ডার সেলিম উল্লাহ, চান্দগাঁও কমান্ডার মো. কুতুব উদ্দিন, সদরঘাট কমান্ডার জাহাঙ্গীর আলম, পাহাড়তলী কমান্ডার হাজি জাফর, রাঙ্গুনিয়া কমান্ডার খায়রুল বাশার, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সরোয়ার আলম চৌধুরী মনি, মহানগর কমিটির সভাপতি সাহেদ মুরাদ সাকু, সদস্যসচিব কাজী রাজীশ ইমরান, জেলা কমিটির সদস্যসচিব কামরুল হুদা পাভেল, সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ওমর ফারুক রাসেল, সদস্য মিজানুর রহমান সজীব, জয়রুদ্দিন জয় ও মো. ফরিদ।  

উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নেপাল সেনগুপ্ত, প্রশান্ত সিংহ, সৈয়দ আহমদ, শম্ভু দাশ, মোস্তফা কামাল, আবদুল লতিফ, দুলাল রায় প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৪
এআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।