ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

মিরসরাইয়ের ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪
মিরসরাইয়ের ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক  ...

চট্টগ্রাম: ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আত্মগোপনে রয়েছেন মিরসরাই উপজেলার ১৫ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা। তারা সবাই আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবিতে ছিলেন।

 

এসব ইউনিয়নে জনপ্রতিনিধি না থাকায় সব ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। সেবা পেতে ভোগান্তি পড়তে হচ্ছে তাদের।

মানুষের ভোগান্তি লাঘব করতে মিরসরাই উপজেলায় ১৫ ইউনিয়নে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে।  

১ মাস ১৯ দিন পর ১৫ ইউনিয়নে মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তীকে প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে ইউনিয়ন পরিষদে জনসেবা ও প্রশাসনিক কার্যক্রম গতিশীল করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) আর্থিক এবং প্রশাসনিক দায়িত্ব দেওয়া হয়।

জানা গেছে, উপজেলার ১ নম্বর করেরহাট ইউনিয়ন পরিষদ ব্যতীত অন্য ১৫ ইউনিয়ন পরিষদে এই দুই কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। ওই ইউনিয়নে ৫ আগস্টের আগে থেকে একজন ওয়ার্ড মেম্বার ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে আছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা দায়িত্ব পালন করবেন সাহেরখালী, মিরসরাই সদর, ওচমানপুর, মিঠানালা, হিঙ্গুলী, ওয়াহেদপুর, খৈয়াছড়া ও হাইতকান্দি ইউনিয়নে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশান্ত চক্রবর্তী দায়িত্ব পালন করবেন মায়ানী, ধুম, জোরারগঞ্জ, কাটাছরা, দুর্গাপুর, মঘাদিয়া ও ইছাখালী ইউনিয়ন পরিষদে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজা জেরিন বাংলানিউজকে বলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদে আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সাধারণ জনগণকে নাগরিক সেবা থেকে শুরু করে সকল কার্যক্রম পরিচালনা করা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০২৪ 
বিই/এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।