ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

সাউদার্ন ইউনিভার্সিটিতে ‘অবাঞ্ছিত উপাচার্যের’ বিরুদ্ধে মানববন্ধন      

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
সাউদার্ন ইউনিভার্সিটিতে ‘অবাঞ্ছিত উপাচার্যের’ বিরুদ্ধে মানববন্ধন      

চট্টগ্রাম: সাউদার্ন ইউনিভার্সিটির সাময়িক অব্যাহতি প্রাপ্ত উপাচার্য অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হক এবং সাবেক স্বৈরাচার সরকারের সহযোগীদের বিরুদ্ধে মানববন্ধন করেছে সাউদার্ন ইউনিভার্সিটির  শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে আরেফিন নগরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস গেইটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের সুনাম, শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিয়মতান্ত্রিক শিক্ষা কার্যক্রমকে ব্যাহত করার জন্য সাময়িক অব্যাহতি প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হক বিভিন্ন ধরনের কার্যকলাপ ও ষড়যন্ত্র করছেন। তাঁর প্রতি আনা বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ এবং ইউজিসির বিভিন্ন অভিযোগের কোনো লিখিত জবাব প্রদান না করে বিগত সরকারের দোসরদের সহযোগিতায় ও যোগসাজসে তিনি প্রত্যাবর্তনের অনুমতি পত্র বিভিন্ন গণমাধ্যম, সামাজিকমাধ্যম ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেওয়ার পাশাপাশি আগের সুবিধাভোগীদের প্রলোভন দেখিয়ে যাচ্ছেন।

সাময়িক অব্যাহতি প্রাপ্ত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মোজাম্মেল হকের বিরুদ্ধে সুনির্দিষ্ট ১৪টি গুরুতর অভিযোগ সহ বিভিন্ন অসংগতি তুলে ধরে তাঁকে সব শিক্ষার্থী, শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা অবাঞ্ছিত ঘোষণা করছি। অবাঞ্ছিত উপাচার্য অধ্যাপক ইঞ্জিনিয়ার মো. মোজাম্মেল হক যদি কোন পেশি শক্তি ব্যবহার করে ক্যাম্পাসে প্রবেশের অপচেষ্টা চালায় তাহলে তা প্রতিহত করা হবে।

মানববন্ধনে বক্তারা আরও বলেন,  অধ্যাপক প্রকৌশলী মোজাম্মেল হকের বিরুদ্ধে ইউজিসি কর্তৃক দুইটি তদন্ত চলমান আছে এবং মহামান্য হাইকোর্টে তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলা বিচারাধীন রয়েছে। শুধু তাই নয় তার বিরুদ্ধে অফিসে সবার সাথে তুচ্ছতাচ্ছিল্য গালমন্দ করা, এই বিশ্ববিদ্যালয়ের স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউরস না মানা, আর্থিক অনিয়ম, অবৈধ নিয়োগ ও বেআইনী কার্যকলাপ সহ সুনির্দিষ্ট ১৪টি গুরুতর অভিযোগ রয়েছে। তাই তাঁর মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সর্তক থাকতে হবে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।