ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

আইনজীবী হত্যায় জড়িতদের রাতেই গ্রেপ্তার করতে হবে: শাহজাহান চৌধুরী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
আইনজীবী হত্যায় জড়িতদের রাতেই গ্রেপ্তার করতে হবে: শাহজাহান চৌধুরী ...

চট্টগ্রাম: নগরের কোতোয়ালী থানা ও আদালত ভবনের অদূরে আইনজীবী আলিফ হত্যায় জড়িতদের আজ রাতের মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে সাইফুল ইসলাম আলিফের পরিবারকে সমবেদনা জানাতে গিয়ে তিনি এ দাবি জানান।

শাহজাহান চৌধুরী বলেন, আমরা মুসলমান, শান্তিপ্রিয় জাতি। প্রতিহিংসায় বিশ্বাস করি না।

পতিত ফ্যাসিস্ট সরকার ও তার দোসর ইসকনের কাঁধে ভর করে এই তাণ্ডব ও হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি এই হত্যায় জড়িত ইসকন সন্ত্রাসী ও তাদের দোসর যারা পতিত সরকারের পা চাটা ছিল আজ রাতের মধ্যে তাদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।   

আমরা দেখেছি বিগত ১৮ বছর একজন ফাঁসির আসামিকেও কোর্টে তোলা হলে যেভাবে নিরাপত্তা দেওয়া হতো, মানুষজন উঠতে দেওয়া হতো না সেখানে কীভাবে আজকে বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময়কে আনার সময়ে এতো মানুষ আসলো পুলিশের কাছে এটা আমার প্রশ্ন থেকে গেলো। কীভাবে সেখানে এতো মানুষ খঞ্জর, বল্লম নিয়ে তাণ্ডব চালাতে সাহস পায়?

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ইঙ্গিত করে সাবেক এই এমপি বলেন, আপনারা কারা কারা বিগত স্বৈরাচার সরকারের দোসর ছিলেন তা আমরা জানি। আপনাদের তালিকা করা আছে। আপনাদের কেউ কেউ বর্তমান অন্তর্বর্তী সরকারকে বিফল করতে কাজ করছেন বলে আমাদের কাছে খবর আছে। আপনারা সংশোধন হয়ে যান।

শাহজাহান চৌধুরী বলেন, এই ঘটনায় দেশবাসীর পাশাপাশি গণমানুষের সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্বিগ্ন। আমরা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।