ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান   

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৪
ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান    ...

চট্টগ্রাম: 'রাখবো চারপাশ পরিষ্কার, করবো ডেঙ্গু প্রতিকার' এ প্রতিপাদ্য বিষয় সামনে রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছেন ফটিকছড়ি উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন।

মঙ্গলবার (০৮ অক্টোবর) সকাল থেকে দুপুর পর্যন্ত নাজিরহাট পৌরসভার উদ্যোগে মশার প্রজননস্থল বিনষ্টকরণ এবং ডেঙ্গু মশার বিস্তাররোধে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় নাজিরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে মরা খালের প্রায় ২০০ ফুট অংশে ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়।  

এতে সার্বিক সহায়তা দিয়েছেন আল মানাহিল ফাউন্ডেশন, বিডি ক্লিন ফটিকছড়ি, গাউসিয়া কমিটি বাংলাদেশ, ছাত্র-জনতাসহ সাধারণ মানুষ।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৪
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।