ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল কলেজ ছাত্রের ...

চট্টগ্রাম: মীরসরাইয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নঈমুল ইসলাম (২৪) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পথচারী আজিজুল হক (৫৬) গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিএসআরএম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত নঈমুল ইসলাম উপজেলার চিনকীর হাট এলাকার দারুল বক্স ভূঁইয়া বাড়ির তোফাজ্জেল হোসেনের ছেলে।

তিনি নিজামপুর সরকারি কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের টিম গিয়ে মরদেহ উদ্ধার করে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়।  

ট্রাক নিয়ে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ০৯২০ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২৫ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।