ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হালদা নদীতে অভিযান, ২৫০০ মিটার ঘেরা জাল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
হালদা নদীতে অভিযান, ২৫০০ মিটার ঘেরা জাল জব্দ

চট্টগ্রাম: হালদা নদীতে অভিযান পরিচালনা করে পাঁচটি অবৈধ ঘেরা জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ অক্টোবর) দিবাগত রাত ১২টা থেকে ভোর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিক্তিতে হালদা নদীর গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশ, উত্তর মাদার্শার বিভিন্ন অংশ ও রাউজান সীমান্তের বিভিন্ন অংশে অভিযান পরিচালনা করে দুই হাজার ৫০০ মিটারের ৫টি অবৈধ ঘেরা জাল জব্দ করা হয়েছে। হালদা নদীর মা মাছ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. আমিনুল ইসলাম। আইডিএফ মৎস্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবী ও হালদা নদীর ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
 বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।