চট্টগ্রাম: ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রামের নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় নগরের আগ্রাবাদ এক্সেস রোডের গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। বিশেষ অতিথি ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ গ্রাম সরকার বিষয়ক সম্পাদক বেলাল আহমেদ, মহানগর এমপি সাবেক সহ-সভাপতি ও চট্টগ্রাম মেট্রোপলিটন আদালতের পিপি মফিজুল হক ভূঁইয়া, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক কাজী আব্দুল হান্নান জিলানী ও ফোরামের উপদেষ্টা ইয়াকুব চৌধুরী।
মাহবুবের রহমান শামীম বলেন, গত ৫ আগস্ট ফ্যাসিস্ট, স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ের পর জাতি স্বস্তির নিশ্বাস ফেলেছে। বিগত স্বৈরাচার পতনের জন্য বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নেতৃত্বে শুরু থেকেই আমরা মাঠে আন্দোলন সংগ্রাম করেছি। শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় ধরে রাখতে আমাদের একযোগে কাজ করতে হবে। যারা দলীয় শৃঙ্খলাবিরোধী কার্যক্রমের সম্পৃক্ত হয়েছে তারা ইতোমধ্যে শাস্তির আওতায় এসেছে। ভবিষ্যতেও কেউ যদি ফ্যাসিবাদ হাসিনার দোসরদের ফাঁদে পড়ে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কাউকে দল ছাড় দেবে না।
বেলাল আহমেদ বলেন, ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম, চট্টগ্রাম যেন এক টুকরো ফেনী, আমার প্রিয় ফেনী। ফোরামের অনুষ্ঠানে এসে মনে হয় যেন আমি আমার ঘরে এসেছি। ফোরামের প্রতিষ্ঠালগ্ন থেকে আমি সঙ্গে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরাম চট্টগ্রাম বিগত দিনে দলের সুখে-দুঃখে যেভাবে ভূমিকা রেখেছে আমার প্রত্যাশা ভবিষ্যতেও জাতির বৃহত্তর প্রয়োজনে এ ভূমিকা অব্যাহত রাখবে।
মফিজুল হক ভূঁইয়া বলেন, হাসিনা সরকার হামলা, মামলায় যেভাবে আমাদের নেতাকর্মীদের জর্জরিত রেখেছিল এটা ইতিহাসে নজিরবিহীন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে লালিত সংগঠন ফেনী জেলা জাতীয়তাবাদী ফোরামের যেকোনো সদস্য অতীতের মতো ভবিষ্যতেও আমার কাছে এলে বিনা খরচে আইনি সহযোগিতা পাবেন।
ফোরামের সভাপতি মো. জাফর আলম লিটনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন নুরুল আবছার তৌহিদ ও সাইফুল ইসলাম। বক্তব্য দেন ফোরামের সদস্যসচিব আবু আহমেদ মিঞা, সিরাজুল ইসলাম ভূঁইয়া, মীর মজিবুর রহমান কিসলু, হুমায়ুন কবির চৌধুরী, শাহদাত হোসেন বাবুল, শাহ আলম, সাইফুল ইসলাম, হারুন অর রশিদ, ডা শাহনেওয়াজ চৌধুরী মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক এজিএম নিয়াজ উদ্দিন, এ রিমন, আবদুস সোবহান সুমন, এনামুল হক মানিক, মহিউদ্দিন মজনু, আজিজুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এআর/পিডি/টিসি