চট্টগ্রাম: আনোয়ারায় রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের নির্বাচন বন্ধ করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শ্রমিকরা।
বুধবার (৩০ অক্টোবর) সকালে সিইউএফএল জেটি এলাকায় এ বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে ঠিকাদার শ্রমিকরা।
শ্রমিকরা জানান, দীর্ঘ ৯ বছর পর রাঙ্গাদিয়া শ্রমিক ইউনিয়নের নির্বাচনের জন্য নভেম্বরের তিন তারিখ সময় নির্ধারণ করে দেয় শ্রম অধিদপ্তর। নির্বচনকে ঘিরে শ্রমিকদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে।
৩ নভেম্বর রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১১টি পদে ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এতে সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যেই নির্বাচিত হয়েছেন নজরুল ইসলাম।
উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, দীর্ঘ ৯ বছর পর রাঙ্গাদিয়া উত্তর বন্দর ঠিকাদার শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি মহল এ নির্বাচন বন্ধের পাঁয়তারা করছে। আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
বিই/পিডি/টিসি