ঢাকা, শুক্রবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

‘মেনোপজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
‘মেনোপজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে’ ...

চট্টগ্রাম:  মেনোপজ বা রজঃনিবৃত্তির বিষয়ে অনেক নারীর জ্ঞান সীমিত। তবে মেনোপজ হওয়া নারীদের নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়।

এসবের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাড়ক্ষয়, ভিটামিন ডি'র অভাব, মানসিক অবসাদ, শরীরে ক্যালসিয়ামের ঘাটতি ইত্যাদি।  মেনোপজ এমন একটি সমস্যা যা পৃথিবীর অর্ধেক মানুয়ের জীবনে সরাসরি প্রভাব ফেলে থাকে।
আর এর পরোক্ষ প্রভাব পড়ে সবার জীবনে। তাই মেনোপজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে।  

বুধবার (৩০ অক্টোবর) নগরের পেনিনসুলায় ‘মেনোপজ সচেতনতা’ বিষয়ে আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে এসব কথা বলেন বিশেষজ্ঞ চিকিৎসকরা।  

প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সংগঠন অবস্টেট্রিক্যাল অ্যান্ড গাইনোকোলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশ (ওজিএসবি) চট্টগ্রাম শাখা এ সেমিনারটি আয়োজন করে। এরিস্টো ফার্মার সহযোগিতায় সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালের দেড় শতাধিক গাইনি বিশেষজ্ঞ অংশগ্রহণ করেন।  

ওজিএসবি চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক ডা. কামরুন নেসা রুনার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রখ্যাত গাইনি চিকিৎসক অধ্যাপক ডা. শামসুননাহার বেগম। প্রধান বক্তা ছিলেন স্বনামধন্য গাইনি চিকিৎসক অধ্যাপক ডা. রোকেয়া বেগম।  

বক্তারা বলেন, নারীর শরীরের ডিম্বাশয় থেকে যখন হরমোন নিঃসরণ বন্ধ হয় তখন হরমোনের অভাবের কারণে তার মাসিক বন্ধ হয়ে যায়। এটাই মেনোপজ। তবে মেনোপজের পরে নারীরা পরিমিত জীবন যাত্রা, খাদ্যাভ্যাস পরিবর্তন ও হরমোন চিকিৎসার মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে সক্ষম থাকেন। আর মেনোপজ কী, সরকারি-বেসরকারি উদ্যোগে তা বিস্তারিত নারীদের জানাতে হবে, তাঁদের সচেতন করে তুলতে হবে।

ডা. শারমিন নাহার বাশার ও ডা. জান্নাতুল ফেরদৌসের সঞ্চালনায় সেমিনারে আরও বক্তব্য রাখেন ওজিএসবি চট্টগ্রাম শাখার সাবেক সভাপতি অধ্যাপক রওশন মোর্শেদ, প্রফেসর শামিমা সিদ্দিকা রোজী, প্রফেসর সাহনারা চৌধুরী, প্রফেসর নাসরীন বানু ও  প্রফেসর  সাহেনা আক্তার, ওজিএসবি চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শর্মিলা বড়ুয়া, ওজিএসবি চট্টগ্রামের বৈজ্ঞানিক সম্পাদক ফাহমিদা রশীদ স্বাতি, চমেক হাসপাতালের গাইনি বিভাগের বিভাগীয় প্রধান ডা. রওশন আকতার জাহান। এছাড়াও এরিস্টো ফার্মার গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার আবিদ নেওয়াজ শিহাব, সেলস ম্যানেজার মো. রবিউল হোসেন ও রিজিওনাল সেলস ম্যানেজার মো. গোলাম জিলানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২৪
এমআর/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।