ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বোয়ালখালীতে ৫ দোকানিকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪
বোয়ালখালীতে ৫ দোকানিকে জরিমানা ..

চট্টগ্রাম: বোয়ালখালীতে নানা অনিয়মের দায়ে ৫ দোকানিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলার বুড়িপুকুর পাড় রেলক্রসিং এলাকায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা।

 

তিনি বাংলানিউজকে বলেন, অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা, মোড়ক ব্যবহার না করায় ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৫ দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৩৮ ও ৫১ ধারায় ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও কিছু পলিথিন জব্দ এবং ব্যবসায়ীদের পলিথিন ব্যবহার নিষিদ্ধে সতর্ক করা হয়।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৪ 
বিই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।