চট্টগ্রাম: চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ জন।
শুক্রবার (৮ নভেম্বর) এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে একজন নারী ও অন্য জন শিশু। এনিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছে ৩১ জন। এর মধ্যে চলতি নভেম্বর ৬ মাসে মারা গেছে ৬ জন।
এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ২১ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সরকারি হাসপাতালে ১৬ জন এবং বেসরকারি হাসপাতালে ৫ জন। এনিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ হাজার ২৬৫ জন। চলতি নভেম্বর মাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭০ জন।
এ পরিস্থিতিতে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম
বাংলাদেশ সময়: ২৪০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এমআর/পিডি/টিসি