ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

চট্টগ্রামে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি শনিবার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
চট্টগ্রামে বিএনপির বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালি শনিবার ...

চট্টগ্রাম: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শনিবার (৯ নভেম্বর) নগরে র‍্যালি অনুষ্ঠিত হবে।  

শনিবার (৯ নভেম্বর) বিকেলে ৩টায় চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে নগরের জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হবে।

 

র‍্যালির বিষয়ে বিএনপির কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগীয়  সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বাংলানিউজকে বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে শনিবার বিকেলে তিনটায় নগরীর জামিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গন থেকে র‍্যালি অনুষ্ঠিত হবে। এর আগে সেখানে র‍্যালি পূর্বে সমাবেশ অনুষ্ঠিত হবে।

র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৪
এমআই/পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।