চট্টগ্রাম: হোল্ডিং ট্যাক্স বাড়ানো হবে না জানিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, প্রতিটি বিভাগের সঙ্গে ইতোমধ্যে বসেছি। রাজস্ব বিভাগের সঙ্গে বসে আমি দেখেছি প্রচুর হোল্ডিং ট্যাক্স বাকি।
শনিবার (৯ নভেম্বর) রাতে নগরে চসিক মেয়র নির্বাচিত হওয়ায় আমিরবাগ আবাসিক কল্যাণ সমিতির পক্ষ থেকে দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রাজনৈতিক দলের নেতাকর্মীরা যাতে অফিসে ভিড় করতে দেওয়া হবে না জানিয়ে তিন বলেন, চট্টগ্রামের মানুষকে ময়লামুক্ত শহর উপহার দেওয়ার জন্য কাজ করছি। চট্টগ্রামকে এমন একটি জায়গায় নিয়ে যেতে চাই, যেখানে কোনো হিংসা-বিদ্বেষ, নৈরাজ্য ও দুর্নীতি থাকবে না। একটি সুন্দর ক্লিন, গ্রিন ও হেলদি সিটি আমি চট্টগ্রামবাসীকে উপহার দিতে চাই। ক্লিন মানে শুধু ময়লা পরিষ্কার করবো তা নয়, মানুষের মনও পরিষ্কার করবো।
কাজে গাফিলতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে ডা. শাহাদাত হোসেন বলেন, আগের কাউন্সিলররা প্রত্যেকটি ওয়ার্ডে ৫০ থেকে ৬০ জন লোক নিয়োগ দিয়ে রেখেছে, যারা বিভিন্ন কাজ দেখে। আপনাদের কাজ হবে ওসব নিয়োগ করা লোকেরা ঠিকভাবে কাজ করছে কি না সেটা আমাকে জানানো। যদি কেউ কাজে গাফিলতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে আমি কোনো ছাড় দেব না। আমি ওয়ার্ডে ওয়ার্ডে যাব। ৪১ ওয়ার্ডে ২ হাজারের অধিক পরিচ্ছন্নকর্মী আছে, যারা কাজ করার নামে টাকা নিচ্ছে। কাজ না করলে নতুন নিয়োগ দেব। প্রতিটি ওয়ার্ড অফিসে আমি অভিযোগ বক্স দিয়ে দেব। ওয়ার্ড সচিবরাও যদি কোনো গাফিলতি করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আমিরবাগ আবাসিক কল্যাণ সমিতির সভাপতি লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় এতে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর ও বীর মুক্তিযোদ্ধা একরামুল করিম। আমিরবাগ রিক্রিয়েশন ক্লাবের সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন আবাসিক এলাকা জামে মসজিদের উপদেষ্টা সিরাজুল ইসলাম চৌধুরী, ইঞ্জিনিয়ার আসাদ উল্লাহ, ডা. শামীম বক্স, ডা. আবু ইউছুপ, মো. আলী, মসজিদ কমিটির সভাপতি মীর আবদুস সালাম, বিএনপি নেতা এস এম সাইফুল আলম, শাহ আলম, ইয়াছিন চৌধুরী লিটন, অধ্যাপক ইউনুস চৌধুরী, আবদুল মান্নান, গাজী মো. সিরাজ উল্লাহ, মশিয়ুল আলম স্বপন, মসজিদ কমিটির শফিউল আলম বাদশা, সরওয়ার আলম খান, মো. শাহীন, রিক্রিয়েশন ক্লাবের মাহফুজুর রহমান, ইফতেখার নিবরাজ, ফারদিন ফারাবী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, নভেম্বর ১০, ২০২৪
এমআই/পিডি/টিসি