ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৪ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
টিসিজেএ বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

চট্টগ্রাম: টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশন (টিসিজেএ), চট্টগ্রামের বার্ষিক ইনডোর ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এ প্রতিযোগিতার জাতীয়তাবাদী চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

নগরের নুর আহমদ সড়কে অবস্থিত টিসিজেএ মিলনায়তনে অ্যাসোসিয়েশনের সভাপতি শফিক আহমেদ সাজীবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নিকসন্স বিল্ডার্স অ্যান্ড টেকনোলজিসের স্বত্বাধিকারী মোহাম্মদ ওয়াসি উদ্দীন আনসারী, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী বেলাল উদ্দিন, শওকত আজম খাজা, শিহাব উদ্দিন মুবিন, সদস্য জাফর আহমদ। স্বাগত বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন কমিটির আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর।

অনুষ্ঠানে এরশাদ উল্লাহ বলেন, পেশাজীবীদের বিশেষ করে গণমাধ্যমে কর্মরত চিত্রসাংবাদিকদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নে খেলাধুলার ভূমিকা অনেক। এছাড়াও সহকর্মীদের মাঝে সম্প্রীতি ও সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে নিয়মিত এমন আয়োজন করা উচিত। সুস্থ দেহ ও সতেজ মন ধরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

টিসিজেএ নির্বাহী কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীরের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম চৌধুরী মামুন, সাবেক সাধারণ সম্পাদক দীপংকর দাশ বাবু ও মো. ফরিদ উদ্দিন।

এছাড়াও উপস্থিত ছিলেন টিসিজেএ’র অর্থ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাসুদেব, দপ্তর সম্পাদক মো. পারভেজ রহমান ও নির্বাহী সদস্য নুর হাসিব ইফরাজ।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৪
পিডি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।