ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪
ছাত্রাবাস খুলে দেওয়ার দাবি পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের  ...

চট্টগ্রাম: চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খুলে দেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট সময়ে না খোলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

 

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করার কথা থাকলেও তা করেনি কর্তৃপক্ষ। যার কারণে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নির্দিষ্ট সময়ের মধ্যে তালিকা প্রকাশ করে ছাত্রাবাস খুলে দেওয়ার কথা দিয়েছিলেন অধ্যক্ষ। কিন্তু তিনি কথা রাখেননি। আমাদের কষ্ট দেখছেন না। বাসা দূরে হওয়ার কারণে অনেক টাকা যাতায়াতে চলে যায়। তাছাড়া রাস্তাঘাটে যানজটের কারণে পড়াশোনার সময়ও নষ্ট হয়। তাই আমাদের কথা চিন্তা করে দ্রুত তালিকা প্রকাশ করে ছাত্রবাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সহ-সমন্বয়ক ফাহিম হোসেন বাংলানিউজকে বলেন, ছাত্রাবাস খুলে দিতে সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে একাত্মতা রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। অবিলম্বে তাদের দাবি মেনে নেওয়া হোক। দাবি না মানলে শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনে যেতে বাধ্য হবো।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মো. ইয়াছিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও মন্তব্য পাওয়া যায়নি।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. শরীফ উদ্দিন বাংলানিউজকে বলেন, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের দুটি ছাত্রাবাস খুলে দেওয়ার বিষয়ে আমরা আবেদন পেয়েছি। কর্তৃপক্ষকে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছি।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, নভেম্বর ২০, ২০২৪ 
বিই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।