ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ২ জন গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০১ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
পাহাড়তলী থানায় অগ্নিসংযোগ, ২ জন গ্রেপ্তার ...

চট্টগ্রাম: পাহাড়তলী থানায় গত ৫ আগস্ট অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় নয়াপাড়া রেল বিট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- মো. মালেক প্রকাশ মাইল্ল্যা (২৫) ও মো. বিজয় (২২)।

সিএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) তারেক আজিজ জানান, গোপন তথ্যের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে, পাহাড়তলী থানাধীন নয়াপাড়াস্থ রেল বিটের পশ্চিম পাশে জনৈক হালিম কোম্পানির বাড়ির প্রকাশ পোড়া বাড়ির উত্তর পাশে ওয়াল সংলগ্ন খালি জায়গায় একটি সাদা রংয়ের বাজারের ব্যাগের মধ্যে একটি অস্ত্র ও ৩ রাউন্ড কার্তুজ লুকিয়ে রেখেছে।

পরবর্তীতে অভিযান পরিচালনা করে দোনলা বন্দুক (এলজি) ও ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।  

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।