ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি হাল্ট প্রাইজের কার্যনির্বাহী কমিটি 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০২৪
বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি হাল্ট প্রাইজের কার্যনির্বাহী কমিটি  ...

চট্টগ্রাম: বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে বিশ্বের জুনিয়র নোবেল প্রাইজ হিসেবে খ্যাত হাল্ট প্রাইজের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।  

ব্যবসায় প্রশাসন বিভাগের ছাত্র সায়েম মান্নানকে ক্যাম্পাস ডিরেক্টর, আইন বিভাগের ছাত্র ফাহিম চৌধুরীকে ডেপুটি ডিরেক্টর, আবু রাসেল, কাইমুল হক, মো. আশরাফুল হক, আরাফাত হোসেন, ফারুক মোহাম্মদ তাসরিক, সাগর বড়ুয়াকে সদস্য করে ইভেন্ট ম্যানেজমেন্ট অ্যান্ড অপটিমাইজেশন বিভাগ, সাইমা সিদ্দিকা সামিয়া, আহাদ মনসুর ইমরান, সুমাইয়া আহমদ ফারজানা, মুন ব্যানার্জি, মিনহাজুর রহমানকে মারওয়ান সদস্য করে স্যোশাল মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগ, রিদোয়ানুল ইসলাম মারুফকে ক্রিয়েটিভ কনসেল্ট অ্যান্ড মার্কেটিং, তারেকুল ইসলাম, সুমা বড়ুয়া, ফাহাদ আহমদকে সদস্য করে জাজ ম্যানেজমেন্ট বিভাগ, অভিষেক গুপ্ত, ফাহমিদা মঞ্জুর, ইসফাত মাহমুদকে সদস্য করে হিউম্যান রিসোর্স অপটিমাইজেশন কমিটি, রেহেনুমা তারান্নুম, মো. রোকনুজ্জামান সিদ্দিকী, কুরাতুল আইনকে সদস্য করে আইটি সাপোর্ট বিভাগ গঠন করা হয়।

 

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ হাল্ট প্রাইজ এর উপদেষ্টা পরিষদের সদস্য আইন বিভাগের চেয়ারম্যান মো. আবদুল হান্নান, বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, ফার্মেসী বিভাগের শিক্ষক শারমিন আকতার, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক ধীমান বড়ুয়া, ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক উম্মে সালমা হক, ইংরেজি বিভাগের প্রভাষক রিনি দত্ত ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক তিশা সাহা’র তত্ত্বাবধানে হাল্ট প্রাইজ কমিটি ২০২৪-২০২৫ বর্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটিতে দায়িত্ব পালন করবে।  

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০২৪
এসি/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।