ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

কলেজের পাওয়ার স্টেশনে মিললো গলিত মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২৪
কলেজের পাওয়ার স্টেশনে মিললো গলিত মরদেহ ...

চট্টগ্রাম: চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের পাওয়ার স্টেশনের ভেতর থেকে গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চন্দনাইশ ফায়ার সার্ভিস ও বিদ্যুৎ অফিসের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

ওই ব্যক্তির নাম মোহাম্মদ আজগর (৩৫)। তিনি পৌর সদরের মিজ্জির দোকান এলাকার নবী আলমের ছেলে।

জানা যায়, বিকেলে কয়েকজন যুবক দুর্গন্ধ পেয়ে কলেজ কর্তৃপক্ষকে জানায়। পরে কলেজের এক কর্মচারী গিয়ে পাওয়ার স্টেশনের দরজা খুলে ভেতরে মরদেহ দেখতে পান।

চন্দনাইশ থানার ওসি ইমরান আল হোসাইন বলেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে বিদ্যুৎ সঞ্চালন লাইনের কাজ করার প্লাসসহ সরঞ্জাম পাওয়া গেছে। ওই ব্যক্তির বিরুদ্ধে চন্দনাইশ থানায় চুরির মামলা আছে। ধারণা করা হচ্ছে, এক সপ্তাহ আগে পাওয়ার স্টেশনের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই ব্যক্তি মারা যান।  

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২৪
এমআই/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।