ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

চট্টগ্রাম প্রতিদিন

হাটহাজারীতে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪
হাটহাজারীতে উদ্ধারকৃত মরদেহের পরিচয় শনাক্ত ...

চট্টগ্রাম: হাটহাজারীর ফতেয়াবাদ স্কুলের মাঠ থেকে উদ্ধার করা মরদেহের পরিচয় মিলেছে। মরদেহটি বোয়ালখালীর সাজ্জাদ হোসেন পারভেজ (২৫) প্রকাশ লেদু’র বলে জানিয়েছে পুলিশ।

হাটহাজারী থানার উপ পরিদর্শক (এসআই) উম্যাং মারমা জানান, বুধবার (১১ ডিসেম্বর) সকালে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়। পরে তার পরিচয় জানা যায়।

সাজ্জাদ হোসেন পারভেজ (২৫) প্রকাশ লেদু বোয়ালখালীর শাকপুরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নিরঞ্জন মাস্টার বাড়ির আহাম্মদ নুরের পালক পুত্র।

হাটহাজারী মডেল থানায় দায়েরকৃত এজাহার সূত্রে জানা যায়, লেদু দশ বছর আগে ১৫ বছর বয়সে তার বাবার সাথে অভিমান করে ঘর থেকে বের হয়ে যায়। তার বোন সালমা আক্তার ১১ ডিসেম্বর খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানতে পারেন- ১০ ডিসেম্বর সন্ধ্যার দিকে ফতেপুর ইউনিয়ন এলাকার একটি স্কুল মাঠে সাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে মারধরে গুরুতর আহত হয় লেদু। পরদিন সকালে ওই মাঠে তার মরদেহ পাওয়া যায়।  

এ ঘটনায় সালমা আক্তার বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় এজাহার দায়ের করেন। পরে অভিযুক্ত আব্দুল্লাহ আল নাঈম (১৯), মো. মুছা কাজেম (৩৭) নামের দুইজনকে আটক করে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৪ 
এমআর/টিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।